নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী সুবর্নচরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এর শহীদ মো. হাসান এর কবর জিয়ারত করেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। শহীদ পরিবারের সাথে মতবিনিময় পরবর্তী সময়ে শহীদের মমতাময়ী মা মাহিনুর বেগমের হাতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে এককালীন দুই লক্ষটাকা সহযোগিতা প্রদান করেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার ।
গত সোমবার সকাল ৯টায় শহীদ হাসানের পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া শেষে আমীরে জামায়াতের পক্ষ থেকে এই প্রীতি উপহার প্রদান করেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।
এসময় জেলা জামায়াতে আমীরের সাথে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ ও মাওলানা নিজামুদ্দিন ফারুক, প্রচার বিভাগের দায়িত্বশীল ডা. বোরহান উদ্দিন, বাইতুল মাল সেক্রেটারি দীন মোহাম্মদ, সুবর্ণচর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুল। এখানে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নগদ অর্থ প্রদান শেষে শহীদ হাসানের কবর জিয়ারত করেন জেলা জামায়াতে আমীর এবং মুনাজাত সম্পন্ন করেন জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।