গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় একটি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে আটকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে আশপাশের বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করে। শ্রমিকদের একটি বড় অংশ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ দুই ঘণ্টা পর, সকাল ১০টার দিকে পুলিশি হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার আগে, ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ে তারা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চারজন কর্মকর্তাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, "শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আশপাশের ৮-১০টি কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।"