বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে, ছয়টি ব্যাগে রাখা প্রায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বাজিতপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের মহরম আলীর ছেলে:বাদশা মিয়া (২৪) এবং একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে। বোরহান উদ্দিন (২২)। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে দিঘিরপার ইউনিয়নের সাহাপুর চেঙ্গাহাটির নদীর পাড়ে ইট ভাটার সামনে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ’র নির্দেশে সাব-ইন্সপেক্টর মাশরিকুর রহমান,সাব-ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ সবুজ, সাব-ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এসআই সজিব হোসেন ও কনস্টেবল ফয়সালসহ থানার একটি বিশেষ ঢহল দল নেতৃত্ব দেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইট-ভাটার সামনে অবস্থিত একটি টিনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি ব্যাগে করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। অভিযানের বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।