সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২১ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন। সম্প্রতি বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক তাজুদ আলী। সহকারী শিক্ষক জুয়েল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিনের পক্ষ থেকে তার ছোট ভাই ও ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে এক হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা তুলে দেন।