গত শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে বেলাব থানা পুলিশ ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার এবং এর সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) এবং একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মো. রাকিব খাঁন (২১)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বেলাব থানার এসআই শিহাব আহম্মেদ জানান, ওইদিন সন্ধ্যায় তিনি সংগীয় ফোর্স নিয়ে নিয়মিত ডিউটি করাকালীন সময়ে এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।