পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় দীর্ঘ কয়েক দিন ধরে পোস্ট অফিসে রাজস্ব টিকিট না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নজিপুর পৌরসভা ও সদর ইউনিয়নের পাশাপাশি আশপাশের একাধিক ইউনিয়নের মানুষ প্রতিদিন বিভিন্ন দাপ্তরিক কাজে রাজস্ব টিকিট সংগ্রহের জন্য পত্নীতলা পোস্ট অফিসের ওপর নির্ভরশীল। কিন্তু গত ৪ থেকে ৫ দিন ধরে এখানে কোনো রাজস্ব টিকিট পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা পোস্ট অফিস থেকে প্রতিদিন উপজেলার অন্তর্ভুক্ত ২২টি শাখা পোস্ট অফিসে রাজস্ব টিকিট সরবরাহ করা হয়ে থাকে। টিকিট সংকটের কারণে এসব শাখা পোস্ট অফিসেও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জমি রেজিস্ট্রেশন, হলফনামা, আদালত সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে প্রয়োজনীয় রাজস্ব টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
টিকিট সংগ্রহ করতে এসে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে সময়, শ্রম ও অর্থ—সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাগ্রহীতারা। অপরদিকে রাজস্ব টিকিট বিক্রি বন্ধ থাকায় সরকারও প্রতিদিন হাজার হাজার টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।