হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ৬ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো জুনায়েত (৩)ও দুই জামিল (২)। দুই শিশু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু মিলে কালিগঙ্গা নদীর পাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে দুই শিশু জুনায়েত ও জামিল পানিতে নেমে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।