যশোর সংবাদদাতা : খাদ্যশস্য সংগ্রহ, মজুদ এবং বাজারমূল্য পরিস্থিতি পর্যালোচনায় খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। যশোর সার্কিট হাউস মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসানাত হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী এবং যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সভায় খুলনা বিভাগের সব জেলার জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি, গুদামজাত সমস্যাসহ বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রশাসনকে গুদাম ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

সভা শেষে প্রধান অতিথি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে চলমান কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। খাদ্য গুদামের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।