বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, একটি কোয়ালিটিফুল সংসদ গঠনের জন্য নির্বাচনে পিআর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে আয়োজিত ষাণ¥াসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে দেশ গঠনে রুকনদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রুকনদের সামগ্রিক জীবনকে ইসলামের বাস্তব নমুনা হিসেবে মানুষের নিকট উপস্থাপন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে পিছিয়ে পড়া এ জনপদের মানুষের জীবনমান উন্নয়নে জামায়াতে ইসলামীকেই গুরুত্বপূর্ণ ভরমিকা পালন করতে হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।