জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামীয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত আল্লামা সুলতান যওক নদভী (রহ:) এর নামাযে জানাযা গত শনিবার চান্দগাঁও থানাস্থ হাজিরপুল মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। জানাযার নামাযে ইমামতি করেন মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা মুহাম্মদ ফোরকান। এসময় জানাযা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, আমীরে জামায়াতের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি ও সাবেক এমপি কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরী আপনাদের প্রতি সালাম জানিয়েছেন এবং মরহুম হযরত আল্লামা সুলতান যওক নদভী (রহ:) এর রূহের মাগফেরাত কামনা ও আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ফরহাদ, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ডা. আবু নাসের, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসাইন ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের ও বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
আল্লামা সুলতান যওক নদভী’র (রহ:) নামাযে জানাযায় জামায়াত নেতৃবৃন্দ
জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামীয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত আল্লামা সুলতান যওক নদভী (রহ:) এর নামাযে জানাযা গত শনিবার চান্দগাঁও থানাস্থ হাজিরপুল মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
Printed Edition
