চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজের পদত্যাগকারী অধ্যক্ষ ও ১৩নং এওয়াজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম অধ্যক্ষ পদে ফিরতে স্হানীয় প্রভাবশালী একটি রাজনৈতিক গ্রুপকে ম্যানেজ করে আবারও মরিয়া হয়ে উঠেছে।
পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগকারী অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের এমপিওভুক্তি জালিয়াতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে গতকাল ৬এপ্রিল রোববার মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর
৬এপ্রিল রোববার আবেদন করেছেন বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো: জহুরুল ইসলাম ও বেগম রহিমা ইসলাম কলেজের গভনিং বডির সভাপতি।
এদিকে সরেজমিনে ঘুরে ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকায় করায় অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন ‘ বেগম রহিমা ইসলাম কলেজটি’২০১৯ সালের ৭ জানুয়ারি এমপিওভুক্ত হয়। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ১৩ ফেব্রুয়ারী /২০ গভনিং বডির সভাপতি সাবেক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন পদত্যাগ পত্র গ্রহন করেন।
পরে সভাপতি জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে মো: শরীফুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। গভনিং বডির সভাপতি মোঃ রুহুল আমীন ২০২০/৯/৩৫ স্মারক পত্রে জাহাঙ্গীর আলমের পদত্যাগের বিষয়টি কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করেন। একই ভাবে পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর,আঞ্চলিক কার্যালয়, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা চরফ্যাশন ভোলাকে অবহিত করা হয়।