পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে পাথর উত্তোলন এবং পরিবহণের দায়ে ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে কারাদ- প্রাপ্ত ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়। দ-াদেশ প্রাপ্ত ইয়াকুব আলী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় বাড়ি। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করে পরিবহণ করছিলেন ইয়াকুব আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।