গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরীর বাসন থানা জামায়াতের রুকন ও ১৫ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর রহমান ইনতিকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রা জীউন। মৃত্যুর সময় মরহুমের বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যকালে মরহুম স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে আজ ২৩ আগষ্ট বাইপাস চৌধুরী বাড়ি মসজিদে সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে নোয়াখালী জেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমীর মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আ স ম ফারুক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মোঃ আজহারুল ইসলাম, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের আমীর ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগরীর শূরা সদস্য এবং বাসন থানা জামায়াতের আমীর মোঃ আকরাম হোসাইনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ মরহুমের জীবনের ভূল ত্রুটি সমুহ ক্ষমা করে দিন এবং নেক আমল সমুহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের তৌফিক দান করুন।