আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক তুষার কান্তি বোস(পিংকাই)এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন,জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সাতক্ষীরা জজ কোর্টের জিপি এ্যাড.অসীম কুমার মন্ডল। আশাশুনি উপজেলা ফ্রন্টের সদস্য সচিব প্রীতিষ রায়ের সঞ্চালনায় সম্মেলনে জজ কোর্টের এপিপি এ্যাড.সুনীল কুমার ঘোষ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন,সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু,যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল আহসান টোকন,সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,দেবহাটা উপজেলা ফ্রন্টের সদস্য সচিব হিরন্ময় মন্ডল,জেলা যুগ্ম আহবায়ক মিলন সরদার, কালিগঞ্জ উপজেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অসীত কুমার সেন,শ্যামনগর উপজেলা আহবায়ক দেবব্রত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এবং সাতক্ষীরায় পৌছে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।