চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও নিরাপদ ছিলো না। স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলা-মামলা ও জেল জুলুমের শিকার হয়েছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় জেল থেকে মুক্ত হলেও প্রবাসীরা মামলা এবং চাকরি সুবিধা ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তিনি অবিলম্বে রেমিট্যান্স যোদ্ধাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা ফিরিয়ে আনার এবং চাকরি সুবিধা ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। শুক্রবার বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী দেওয়ান বাজারস্থ বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এরশাদ উদ্দিন, হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন, শেখ সুমন, মাহমুদুল হক, মুহাম্মদ পারভেজ প্রমুখ। ইফতার মাহফিলে নেতৃবৃন্দ বলেন, জেলে বর্তমানে ১৯০ জন রয়েছে, তৎমধ্যে চট্টগ্রামের ৬৮ জন। আগত এবং জেলের ভেতরে যারা রয়েছে তাদের মুক্তির জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু বকর সিদ্দিক, হামেদ হাসান এলাহী প্রমুখ।