মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্র হাটহাজারী বাজারে তীব্র যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে যানবাহন, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে দোকান বসানো, অবৈধ সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড এবং বাজারের ভেতরে রাস্তার ওপর দোকান গড়ে তোলার কারণে চলাচলের পথ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে থানা মোড় থেকে ,বাসস্ট্যান্ড, কাচারি সড়ক, কলেজ রোড, মেডিকেল রোড ও মাদরাসা গেইট এলাকায় এসব সমস্যা আরও প্রকট।
বাজারের সীতাকালি মন্দির সংলগ্ন দোকানগুলোর টিন ছুরির ফলার মতো রাস্তায় ছড়িয়ে পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করছে। আবার বৃষ্টির দিনে এসব দোকানের সামনের ফুটপাতে চোপ চোপ পানি জমে থাকে, যার ফলে পথচারীদের চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিয়ন্ত্রণে কার্যকর কোনো পরিবর্তন চোখে পড়ছে না। অবৈধ দখল ও দোকান সম্প্রসারণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
পৌর প্রশাসক নোমান হোসেন জানান, যানজট নিরসনে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী নিয়োগ দিয়ে ট্রাফিক কার্যক্রম সক্রিয় করা হবে। এছাড়া ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, “যানজট সমস্যার মূল কারণগুলো কী? কোন পক্ষগুলোকে সমাধান সভায় ডাকা যেতে পারে?”এমন উন্মুক্ত পরামর্শ চেয়েছেন তিনি।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ হাটহাজারী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে। ফ্লাইওভার নির্মাণসহ কয়েকটি প্রকল্প পরিকল্পনায় থাকলেও বাস্তবায়নে ধীরগতি রয়েছে।
সচেতন নাগরিকদের মতে, সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রশাসনের কঠোর নজরদারি, রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।