নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনদের কুপিয়ে আহত করে স্বর্ণালংকার সহ অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়েছে। ঘটনাটি রবিবার (২২ডিসেম্বর) গভীর রাত ২টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী এলাকায় সংগঠিত হয়েছে।

জানাগেছে, রাতে ১৫/১৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত স¦র্ণ ব্যবসায়ী সুজন সরকার ও রাজন রায়ের দালানের গেইটের তালাকেটে ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে প্রথম তলা ও দ্বিতীয় তলায় ডাকাতি করে। ডাকাতরা সুজন সরকার এর কক্ষ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা লুট করে। রাজন রায় এর কক্ষ থেকে ৬ভরি ওজনের স্বর্ণালংকার,রূপা ৫ভরি ও নগদ ১লক্ষ টাকা লুট করে। পরে ডাকাতরা পাশের বাড়ি উচিৎপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজল রায় এক বাড়িতে হানা দেয়।

তার বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার,১০ ভরি রূপা ও নগদ ৯হাজার টাকা লুট করে। ডাকাতির সময় ডাক চিৎকার করলে ডাকাতরা রাজন রায়(৩৫),ধলায় রায়(৩০) ও পার্শ্ববর্তী বাড়ির সোলায়মানের ছেলে গিয়াস ভ’ইয়া(২৪) কে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে বাড়ির ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে বা মালামাল উদ্ধার করতে পারেনি। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের প্রেফতারে পুলিশ কাজ করছে।