জামালপুর সংবাদদাতাঃ জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ১০টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জামালপুর জেলার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়। শত ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর সদর উপজেলার একটি, মেলান্দহ উপজেলার ৩টি,মাদারগঞ্জ উপজেলার ৩টি, ইসলামপুর উপজেলার একটি, সরিষাবাড়ী উপজেলার একটি ও বকশীগঞ্জ উপজেলার একটিসহ মোট ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, বানিয়া বাড়ী এম এ মজিদ বালিকা বিদ্যালয় থেকে ৮ জন, সরুলিয়া আহাম্মদীয়া বালিকা দাখিল মাদরাসা থেকে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থী কেউ উত্তীর্ণ হয়নি। সরিষাবাড়ী সভারচর মডেল জুনিয়র স্কুলের ৪ জন,চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থী কেউই পাস করেনি। বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনে ও ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও সেই পরীক্ষার্থীও ফেল করেছে। এছাড়াও জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী কেউই পাস করেনি।

মাদারগঞ্জ রাবেয়া রহিম বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ৩ জন, নিশ্চিন্ত পুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১০ জন এবং কেপি এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পাস করতে পরেনি।