হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে চলাচলের পাকা রাস্তা প্রতিপক্ষের লোকজন বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন একটি পরিবার। গত সাতদিন ধরে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ঘর থেকে বের হতে পারছে না দরিদ্র ওই পরিবারটি।

স্থানীয়রা জানান, পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের রওশন আলীর পুত্র কেরামত আলী ও একই গ্রামের প্রতিবেশী মৃত আরজ আলীর পুত্র সৌদি আরবফেরত রজব আলীর মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

জানা যায়, উপজেলার নিরাহারগাতী মৌজায় ১৯৮৬ সনে ০২/১৯৮৬ রেজিস্ট্রি দলিল মূলে, ৭৮/৭৯ দাগে ৩.৫ শতক জমির মালিকানা লাভ করেন কেরামত আলী। পরবর্তীতে হোসেনপুর উপজেলা ভূমি অফিস থেকে ৩৭১ খতিয়ান খুলে ৩.৫ জমির নামজারি করে নেন তিনি। অতঃপর উক্ত জমির উপর দিয়ে কাঁচা রাস্তা তৈরি করে কেরামত আলীর পরিবার চলাচল করে আসছিল। এক পর্যায়ে প্রতিবেশী রজব আলী গং বিরোধের জেরে সম্পূর্ণ রাস্তাটি বন্ধ করে দেয়।