বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের আকনবাড়িতে সাংবাদিক মাসুদ রানার ঘরে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ঘরের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গত শুক্রবার গভীর রাতে এ সময় ঐ ঘরে শুধুমাত্র মাসুদের দাদু ছিলেন। গভীর রাতে আগুনের টের পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংবাদ প্রকাশের জেরে এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দৈনিক ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা। তিনি বলেন, গত ৩০ এপ্রিল “চরমোনাইতে আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী আগুন সন্ত্রাসী ও ভূমিদস্যু দুলাল হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি কাভার করতে গিয়ে আমি এই ফ্যাসিস্টদের রোশানলে পড়ি। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আমার ঘরে অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়িতে একা অবস্থান করছিলেন আমার দাদু। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার ও তার সহযোগী মামুন মোল্লা সহ ফ্যাসিস্টচক্র এই কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।অভিযুক্ত দুলাল হাওলাদার ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আরেক অভিযুক্ত মামুন মোল্লা অস্বীকার করে বলেন, আমি এর কিছুই জানিনা, কেবলই শুনলাম।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালে সিনিয়র সাংবাদিকরা। অবিলম্বে তদন্ত স্বাপেক্ষে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।