রাজশাহীর বিশিষ্ট ও প্রবীণতম সংবাদপত্র ব্যবসায়ী ও সংবাদপত্র এজেন্ট রেলওয়ে বুক স্টলের প্রতিষ্ঠাতা মো. হেকমতউল্লাহ ইন্তিকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হেকমতউল্লাহর ছেলে শহীদুল্লাহ সাঈদ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার পিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫৭ বছর ধরে তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলওয়ে বুক স্টল নামে সংবাদপত্র এজেন্সি পরিচালনা করছিলেন। তিনি নগরীর মীরের চক মহল্লায় নিজ বাড়িতে বাস করতেন। গতকাল এশার নামাজের পর টিকাপাড়া গোরস্থানে জানাযা শেষে তাঁর লাশ দাফন করা হয়। হেকমতউল্লাহর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ, সংবাদপত্র ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।