মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ গণসংযোগ করেছেন। মঙ্গলবার শহরের নাপিত খোলা এলাকার সাবেক পৌর মেয়র মরহুম মানছুরুর রহমান খান রেজুন সাহেবের মসজিদে আছর নামাজ শেষে মুক্তাগাছা শহরের নাপিত খোলা, বড়হিস্যা বাজার, দরগাহপাড় এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নিজ নিজ যোগ্যতা সাপেক্ষে দেশের সকল নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা হবে।

এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।