‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রক্ত দিব মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলায় "আমাদের স্বপ্ন রক্ত দান সেবা" রক্ত দান সংগঠন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯ টায় মোজাফফর হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানিশংকৈল উপজেলা শাখা কার্যালয়ে এই সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা ও দায়রা আদালতের অ্যাডভোকেট মো. আমানুল্লাহ আল জিহাদী আদীব।

তিনি বলেন, আমাদের এই সমাজে এখনো অনেক মূমুর্ষ রোগী রক্তের অভাবে মারা যান। বিশেষত মফস্বলের একজন শ্রমিক, একজন কৃষক এক ব্যাগ রক্তের জন্য বহু হেনস্থা ও পেরেশানির শিকার হন। আমাদের এই সংগঠনের কাজ হবে রোগী আমাদের খুঁজবে না বরং আমরা খুঁজে বের করব কার রক্ত লাগবে। ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, ফ্রি হেলথ ক্যম্পেইন, রক্ত ভান্ডার গঠনসহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন তিনি। রক্তদান সেবার নামে একটা অসাধু চক্র নানান হীন কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে দু:খ প্রকাশ ও তাদেরকে সতর্ক করেন তিনি।

এ ছাড়াও প্রধান অতিথি নবগঠিত সংগঠনটির কাছে বেশ কিছু প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. মতিউর রহমান। বক্তব্য রাখেন রানিশংকৈল উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মোকাররম হোসেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. আ. মতিন ও রানিশংকৈল উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ফিতা কাটার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু ও সংগঠন পরিচালনায় একটা কমিটি এবং উপদেষ্টামন্ডলীর তালিকা ঘোষণা করা হয়।