বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবো। সূর্য চন্দ্রের আলো যেভাবে সকলে পায় ইসলাম রাষ্ট্র পরিচালনায় গেলে সকল ধর্মের মানুষ সেভাবে সম অধিকার ভোগ করবে তখন আর কোন বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনে ভুমিকা রাখার আহ্বান জানন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী খুলনা-৩ আসনের যোগীপোল ইউনিয়নের বিভিন্ন এলাকয় গণসংযোগ চলাকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় যোগীপোল ইউনিয়ন জামায়াতের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারি মনিরুল ইসলাম, আবু সুফিয়ান, মুজিবর মোড়ল, আল আমীন, আক্তার হোসেন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ নূরে আলম, মুফতি নাজমুল হাসান, শেখ আলাউদ্দিন, রবিউল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মো.নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মো.মাসুম, মনিরুল ইসলাম, আবু সুফিয়ান, মোতাহার হোসেন, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. ডালিম শেখ, মো.নাসিম আহমেদ, মোহাম্মদ মিলন ও নাজমুস সাকিব প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তিনিই মহান স্বত্ত্বা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে, তাদের এমন অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না।’
তিনি আরও বলেন, ‘মূলত, আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।