কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ মেজবার রহমান (৪২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার তিনি অসুস্থ হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেজবার রহমান উপজেলার দরবেশপুর গ্রামের সদকী ইউনিয়নের একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে এলাকাবাসী মন্তব্য করেন। জামায়াতের এই রুকন ইউপি জামায়াতের বায়তুল মাল সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র জানায়। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দুই সন্তানের জনক। গত সোমবার বেলা ১১টায় স্থানীয় গোরস্থানে জানাযা শেষে দাফন করা হয়। জানাযায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সোহরাব উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। জামায়াত নেতা মেজবার রহমানের জানাযায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
গ্রাম-গঞ্জ-শহর
কুমারখালীর জামায়াত নেতা মেজবার রহমানের ইন্তিকাল
জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ মেজবার রহমান (৪২) আর নেই।
Printed Edition
