বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের নির্বাচনী পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, অসৎ এমপিদের কারণেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। জনগণের কল্যাণে সৎ ও যোগ্য প্রতিনিধিদের সংসদে পাঠানো এখন সময়ের দাবি। চট্টগ্রাম-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে ফজলুল হকের সমর্থনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া রসুলবাগ এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত এমন একজন প্রার্থী দিয়েছেন, যিনি দীর্ঘ ৪০ বছর ধরে মানবসেবায় নিয়োজিত। ডা. ফজলুল হক নিজ উদ্যোগে একাধিক হাসপাতাল, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যেখানে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি একজন মানবিক ডাক্তার এবং সৎ, আল্লাহভীরু মানুষ। তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করা গেলে দুই বছরের মধ্যেই অবহেলিত বাকলিয়ার চিত্র বদলে যাবে। বাকলিয়া সরকারি স্কুল কেন্দ্রের পরিচালক এহসানুল হক মিলনের সভাপতিত্বে ও

সেন্টার পরিচালক নিজাম উদ্দীন মনির সঞ্চালনায় উক্ত বৈঠকে আরও বক্তব্য রাখেন পশ্চিম বাকলিয়া জামায়াতের আমির কামাল হোসাইন, নায়েবে আমির আহমদুল হক, সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারি ইকরামুল হক এবং রসুলবাগ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এনামুল হক প্রমুখ।