গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে ----ডা. আব্দুল্লাহ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন- এটি এম আজরুল ইসলামকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী ও ভুয়া প্রসিকিউসন, স্কাইপ কেলেঙ্কারি ও ভুয়া বিচারকের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে বিগত সরকার।
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন- এটি এম আজরুল ইসলামকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী ও ভুয়া প্রসিকিউসন, স্কাইপ কেলেঙ্কারি ও ভুয়া বিচারকের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে বিগত সরকার। সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে। আমরা ভারতের রায় মানি না। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেয়া হবে না।
তিনি অবিলম্ভে এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে বলেন, এই সরকারের ব্যার্থতার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া। দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর এটিএম আজহারের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি আমাদের চরম দুর্ভাগ্য
দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর আমরা ভেবেছিলাম এটিএম আজহারকে সরকার নিজ ঊদ্যোগে মুক্ত করে দেবে। অথচ আজ তার মুক্তি চেয়ে রাজপথে নামতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই। এটিএম আজহার বছরের পর বছর অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন। দেশের সুপ্রিম কোটই বলেছে তার বিরুদ্ধে দেয়া রায় আইনের দৃষ্টিতে বৈধ নয়। দেশের হাইকোর্ট বা সু্প্িরম কোর্ট এই রায় লিখেনি। ভারতের অন্ধকার রুম থেকেই এই রায় লেখা হয়েছে। অবিলম্বে ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহার করে নির্বাহী আদেশে তাকে মুক্তি দিন। না হয় আপনারা বিদায় নিন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি। আমরা ভেবেছিলাম এই সরকারের বিরুদ্ধে হয়তো কোনো কথা বলতে হবে না। অথচ এই সরকারের কারো কারো ভেতরে ভারতের প্রেতাত্মা ভর করেছে। ভারতের দালাল ঢুকে পড়েছে।