নির্বাচিত হলে খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ এবং পরিবেশবান্ধব ও সকলের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গত শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

নাগরিক সংলাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, খুলনা হচ্ছে অপার সম্ভাবনাময় একটি জায়গা। কিন্তু দীর্ঘ দিনেও সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। এক সময়ের শিল্প ও বন্দর নগরী হিসাবে খ্যাত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিণত হয়েছে। ফলে বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে সেই বন্ধ শিল্প কলকারখানা চালুর চেষ্টা করবো।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নাগরিক সংলাপ

খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে

একসঙ্গে কাজ করার অঙ্গীকার সংসদ সদস্য প্রার্থীদেরপ্রার্থীগণ বলেন, আ

মরা সকলে যে যার অবস্থান থেকে খুলনার উন্নয়নের আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করতে চাই। এ জন্য আমরা নির্বাচিত হলে সংসদ থেকে শুরু করে প্রয়োজনে দলমত নির্বিশেষে রাজপথের আন্দোলনে সোচ্চার থাকব।

অনুষ্ঠানে খুলনার নাগরিক নেতৃবৃন্দ বলেন, খুলনা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। সরকারের পালা বদল হয় কিন্তু খুলনা ও খুলনার মানুষের কাক্সিক্ষত উন্নয়ন হয় না। নাগরিক নেতৃবৃন্দ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ উপকুলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উন্নয়নসহ খুলনাকে একটি পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তোলার দাবি জানান।নাগরিক সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের নিকট বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবিনামা হস্তান্তর করা হয়।

নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণের মধ্যে বক্তৃতা করেন খুলনা- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা- ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা- ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে স্বাগত বক্তৃতা করেন উন্নয়ন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, খুলনার প্রবীণ নাগরিক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শেখ নুরুল হাসান রুবা, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েসনের সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম জহির, খুলনা মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সুজনের সাধারণ সম্পাদক এডভোকেট কুদরত-ই-খুদা, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, নাগরিক সমাজ নেতা এডভোকেট বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সরদার আবু তাহের, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, শাহীন জামান পণ, সাংবাদিক মো. আবুল বাসার, মান মামনুরা জাকির খুকু মনি প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।