নূরিয়া স্কুল সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর আলেকান্দার নুরিয়া স্কুল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। এসময় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় মহানগর আমীর অধ্যক্ষ বাবর বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দেশের যেকোনো বিপদ মুসিবতে জামায়াতে ইসলামী তার সার্মথ্য অনুসারে কাছে থাকার চেষ্টা করে। যখন আমাদের উপর চরম জুলুম নির্যাতন চলছিলো তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের সহায়তা করছি। আমাদের আমীরে জামায়াত মানবিক নেতা ডা: শফিকুর রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সহায়তা প্রোগ্রামে আমরাও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কোতোয়ালি দক্ষিণ থানার নায়েবে আমীর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, সেক্রেটারি মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ, গত ২৩ জানুয়ারি শুক্রবার রাতে নুরিয়া স্কুল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং সাতটি ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।