আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত বালু মহলের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক অভিযান না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার বৈরাগ, আনোয়ারা সদর, রায়পুর, জুঁইদ-ী, হাইলধর, গহিরা, চাতরীসহ একাধিক ইউনিয়নের নদী ও খাল থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, উপজেলার অন্তত ২০টিরও বেশি স্থানে দিন রাত নির্বিঘেœ বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে ভারী যন্ত্রপাতি ও ডাম্পার ট্রাক ব্যবহার করে অবাধে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।
এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীভাঙন বেড়ে গিয়ে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। পাশাপাশি ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাতভর শব্দদূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উল্লেখ্য, এর আগে “আনোয়ারায় বিশটির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নিরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাবাসী দ্রুত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেছিলেন।
তবে সংবাদ প্রকাশের কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান কিংবা প্রশাসনিক তৎপরতা না থাকায় জনক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।