ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ নুসাইবা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
৯ নবেম্বর রবিবার উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উক্ত এলাকার মাওলানা মুহাম্মাদ একরামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি খেলতে খেলতে বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার দেখতে পাই। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লোকমান।