চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার তাপদাহ অব্যাহত রয়েছে। গতকালও ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার ২রা এপ্রিল গত ২৮ মার্চের তুলনায় তাপমাত্রা ৪ ডিগ্রি কম। গত ২৮ মার্চ ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

এদিকে তীব্র গরমে জনজীবনে বেড়েছে ভোগান্তি। ভ্যান চালক আব্দুল করিম বলেন, আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন। তারপরও প্রচন্ড গরম। দিনের বেলায় লোকজন একদম কম বের হচ্ছে। সন্ধ্যার পর লোকজন বের হলে সে সময় কিছুটা ভাড়া হয়। রোদ গরম সহ্য করেই বেঁচে থাকি আমরা। রোদ গরম উপেক্ষা করে কাজ করতে হয়, না হলে খাব কি? তাও যদি ভাড়া হতো।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, ২রা এপ্রিল বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।