ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৪ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন। শনিবার সারে ৯ টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ চত্বর থেকে শোডাউনটি শুরু হয়ে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর ও মজলিসে সূরা সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজি হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজি রুকুনুজ্জামান বকুলসহ উপজেলার ৯০টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
শোডাউন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “আমরা মানুষকে জান্নাতের পথে চলার শিক্ষা দিই।
কিন্তু যারা ‘জান্নাতের টিকিট’ বলে প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব কথার কোনো বাস্তব ভিত্তি নেই।”
তরুণ ও বেকার প্রজন্ম সম্পর্কে তিনি বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে যোগ্য মানবসম্পদে পরিণত করা। সুযোগ পেলে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তুলবো।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের পানি-সংকট নিরসন হবে। আমরা এ বিষয়ে সর্বোচ্চ তৎপর থাকবো।”
শান্তিপূর্ণ শোডাউন বিষয়ে তিনি আরও বলেন, “শোডাউনটি ছিলো সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের নেতাকর্মীরা শৃঙ্খলা মেনে অংশ নিয়েছেন। কোনো বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি হয়নি।”