কুষ্টিয়ায় জেলা ট্রাক, ট্রাক্টর,কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি পরিবহন শ্রমিকদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখা। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মুহাসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের কুষ্টিয়া জেলার প্রধান উপদেষ্টা জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান আলোচক ছিলেন জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিককল্যাণের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন শ্রমিককল্যাণের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা সহ-সভাপতি হাসান রোহানি সুমন, জেলা সহ-সভাপতি মমতাজ আলী, শহর শাখার সভাপতি লাখনুর রহমান বান্না।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি খাইরুল ইসলাম।

কুষ্টিয়ায় জেলা ট্রাক, ট্রাক্টর,কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি পরিবহন শ্রমিকদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।