চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এক যুবলীগ কর্মীকে আটকের পর তাকে ছেড়ে দেওয়া ও মামলা লঘু করা নিয়ে পুলিশের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। আটক যুবলীগ কর্মীকে একটি সাধারণ জামিনযোগ্য মামলায় আদালতে চালান দেওয়া এবং পরবর্তীতে তার দ্রুত জামিন পাওয়া নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কর্ণফুলী থানা পুলিশ উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকা থেকে মো. ছাবের (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে। আটকের পর তাকে পুলিশের পক্ষ থেকে শুরুতে ভয়ংকর অপরাধী বা ‘ডেভিল’ হিসেবে সাংবাদিকদের কাছে পরিচয় দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে পরবর্তীতে তার বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ লঘু করে একটি নিয়মিত জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।