নরসিংদী সংবাদদাতা : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ দিন বিএনপির উপর অন্যায় অত্যার নির্যাতন হয়েছে। দলটি প্রতিষ্ঠার পর থেকেই ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। বিএনপি নাম নিশানা বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্যই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল। ১৯৮২ সালে স্বৈরাচারী এরশাদ আমাদের প্রিয় নেতাকে হত্যার পিছনে ষড়যন্ত্র করেছিল। ২৪ মার্চ বিএনপি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। দীর্ঘ ৯ বছর বেগম খালেদা জিয়া আন্দোলন করে ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে বিএনপি পূনরায় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করে।

তিনি গত সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হার”ন অর রশিদ, গোলাম কবির কামার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমখ।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নরসিংদী পৌর ঈদগাহে গিয়ে শেষ হয়।