বগুড়ার নবাগত জেলা পুলিশ সুপার শাহাদত হোসেন, পিপিএম বলেছেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার আসামীদের কোন ছাড় দেওয়া হবেনা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, পুলিশের কাজ হলো এবাদত। মানুষের জানমালের নিরাপত্তা বিধানকে আমরা ঈমানী দায়িত্ব মনে করি। বগুড়ার মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে খুব শিঘ্রই শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে অচিরেই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে সভায় ঘোষণা দেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
বগুড়ার নবাগত জেলা পুলিশ সুপার শাহাদত হোসেন, পিপিএম বলেছেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার আসামীদের কোন ছাড় দেওয়া হবেনা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।