যশোর মডেল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আজাদী মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নিজ নিজ প্রতিভা বিকশিত করার জন্য আজাদী মঞ্চে সকলকে যোগদান করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. রাইয়ান হাসার, মাসুদ, ফেরদৌস পরশ, মারুফ, সাজিদ সরোয়ার, মাসুম বিল্লাহ, ফেরদৌস হাবিব কলিন্স, শাওন।
আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী অবস্থান নিয়ে জনগণকে দেশীয় কালচার প্রাকটিসের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দেয়া হয়। সারাদেশে আজাদী মঞ্চের কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়ার মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়।