ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন আযহারীর চতুর্থ বই ‘উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস’ প্রকাশিত হয়েছে। বইটি মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন লেখক।

জানা যায়, এ গ্রন্থে ইসলামী আইনের উৎসসমূহের আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। কুরআন ও সুন্নাহ কীভাবে বিধান বর্ণনা করে? ইজমা, কিয়াস, পূর্ববর্তী উম্মতদের শরিয়ত, মাসলাহা মুরসালাহ, সাদ্দুয যারায়ি, উরফ বা প্রথা, মাযহাবুস সাহাবী, ইসতিহসান ও ইসতিসহাব প্রভৃতির তত্ত্ব, তথ্য, প্রয়োগপদ্ধতি এবং কোনটি মৌলিক ও স্বতন্ত্র দলিল, কোনটি অনুগামী ও নির্ভরশীল, কোনটি সম্পূরক আর কোনটি ইজতিহাদী তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে।

লেখক ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমাদের মুসলিম হিসেবে জীবন যাপন করতে বিধি-বিধান সম্পর্কিত যেই জ্ঞান দরকার, সেটা হলো ফিকহ শাস্ত্র। ইসলামী আইনের উৎস জানা ছাড়া মুসলমানদের এসব বিধি-বিধান বোঝা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই বিষয়ে বাংলায় যথেষ্ট অপ্রতুল এবং অপর্যাপ্ত। এজন্য এবিষয়ে একটা বই লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আমার জ্ঞানের প্রচার এবং কল্যাণের স্বার্থে লিখা বইটির দ্বারা সবাই উপকৃত হয়, সে আশা রাখি।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন আযহারীর পূর্বপ্রকাশিত বই তিনটি হলো শরয়ী বিধান মূলনীতি ও প্রয়োগ, ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ এবং হালাল খাদ্যের মূলনীতি।