করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপূর্ন আচরণ ও অন্যান্য আবদারে প্রতিবাদে বিকালে করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ মানববন্ধন কর্মসূচি পালনের পর উপজেলা নির্বাহী অফিসার নিকট স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল হক ফরহাদ ও সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম কাঞ্চন।
গ্রাম-গঞ্জ-শহর
করিমগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন