বগুড়ায় সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ কেজি ভেজাল মসলা জব্দ করেছে। এসময় ভেজাল মসলার ব্যবসা করার অপরাধে সাড়ে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে সেনা সদস্যরা শহরের রাজাবাজারে সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযান চলাকালে একটি গুদাম থেকে আনুমানিক ২,৬০০ কেজি ভেজাল মসলা ও শুকনো ফল জব্দ করা হয়। পাশাপাশি একটি দোকানে হলুদ মসলা প্রস্তুতের সময় কৃত্রিম রং ব্যবহার করে অতিরিক্ত রঙিন করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত গুদাম ও দোকান মালিকদের বিরুদ্ধে মোট ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত সকল ভেজাল দ্রব্য ম্যাজিস্ট্রেট ও সেনা টহল দলের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের এই যৌথ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এ ধরনের অভিযান বাজারে ভেজালবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
গ্রাম-গঞ্জ-শহর
সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আড়াই হাজার কেজি ভেজাল মসলা জব্দ
বগুড়ায় সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ কেজি ভেজাল মসলা জব্দ করেছে।
Printed Edition
