লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নাহিদুল ইসলাম রাব্বি নামে জামায়াতকর্মীকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যার চেষ্টার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাত ১০টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৭নং বশিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, রশিদপুর গ্রামের পোদ্দার বাড়ির পাশে এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক ১০টার দিকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী রাব্বি ওপর হামলা চালায়। রাব্বিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে তার হাত-পা বেঁধে ফেলা হয় এবং মুখের ভেতরে মোটা কাপড় ঢুকিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। তারা তাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

একজন পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। সমাবেশ বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইন উদ্দিন। তিনি বলেন, ‘এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোরতা প্রত্যাশা করে।