নাটোর সংবাদদাতা : গতকাল শনিবার ভগবান শ্রী কৃষ্ঞের জন্ম দিন উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ইসলামী জঙ্গী সংগঠন জামায়াত এবং এনসিপি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে, গতকাল রোববার নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও সেক্রেটারি প্রচার ও মিডিয়া বিভাগ মোঃ আতিকুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলামী জঙ্গী সংগঠন জামায়াত এবং এন.সি.পি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। তিনি বলেন বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি বলেন জামায়াতে ইসলামী দীর্ঘদিন বি.এন.পির সাথে একযোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তখন কোন সমস্যা ছিলনা এখন জামায়াতে ইসলামীকে জঙ্গী সংগঠন হিসেবে বক্তব্য দেওয়া অত্যন্ত আপত্তিকর। সাথে থাকলে সঙ্গী এবং না থাকলে জঙ্গী। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামী কখনো জঙ্গীবাদে বিশ্বাস করেনা। বরং নাটোরবাসী এবং দেশবাসী দেখেছেন যে, বিগত সময়ে বাংলা ভাইকে নিয়ে কার বাসায় মিটিং করেছে এবং সঙ্গে নিয়ে কে মিছিল করেছে তা দেশবাসীর কাছে সুস্পষ্ট। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে দেশ যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং দেশবাসী যখন আগামীতে একটি সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় রয়েছে ঠিক তখনই এ ধরনের বক্তব্য অত্যন্ত আপত্তিকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন বি.এন.পি নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহহ্বান জানাচ্ছি।