প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।
তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত রংপুর বিভাগের ৮ জেলার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার এতে সভাপতিত্ব করেন।
সিইসি বলেন, দেশে বিগত কয়েকদফা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের অভাবে পুরো নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা হারিয়ে গেছে। এই আস্থা ফিরিয়ে আনতেই নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোট সংস্কৃতির অপব্যবহারের কারনে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে। ভোটের দিন মানুষ অলস সময় ঘুমিয়ে পার করেছে। এখন আমরা মানুষের সেই অনাস্থা দুর কোরে আগামী সকল নির্বাচনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দেশ বাসীকে উপহার দিতে চাই।
সিইসি বলেন, আগামী নির্বাচনে দৃশ্যমান বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা। জুলাই আন্দোলনের পর থেকেই এই বিষয়টি প্রকট হয়ে দেখা দিয়েছে। বিগত ৫ বছরের তুলনায় বর্তমান অবস্থা অনেকটাই উন্নত রয়েছে। আমরা আগামীর এই চ্যালেঞ্জও মোকাবেলা করতে পারবো। দিনক্ষন ঘনিয়ে আসার সাথে এই পরিস্থিতি আরও উন্নত হবে। আশা করি দেশের মানুষ তখন আস্থা এবং শান্তিতে তাঁদের পছন্দের র্প্রাথীকে ভোট দিতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন পরিচালনার র্স্বাথে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে একটা পরির্বতন আনা হবে। শুধু শিক্ষকদের নিয়োগ নয়, আমরা বিকল্প ব্যবস্থার কথাও ভাবছি। দেশের মানুষের মধ্যে যারা অতিতে ভাল করেছেন তাঁেদর মধ্য থেকে আস্থা ভাজনদের নিয়ে আমরা এই সংকট মোকাবেলা করবো।
দেশে সুষ্ঠু নিবাচন উপহার দেয়া নিজের ঈমানী দায়িত্ব উল্লেখ করে সিইসি বলেন, আমরা জাতির কাছে এটা ওয়াদাবদ্ধ, আমি এবং আমার সহকর্মীরা এই ওয়াদা পুরনে পক্ষপাতহীন ভাবে দায়িত্ব পালন করবো। সজ্ঞানে আমরা কারো পক্ষে নয়, সর্ম্পুন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবো।