দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোটের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) নির্বাচনী এলাকায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বাদ জোহর স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আবদুল হাই মক্কী।সভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্য পদপ্রার্থীরা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুমিল্লা-১ থেকে ১০ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এমপি প্রার্থী জামায়াতে ইসলামীর দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল,খেলাফত মজলিসের এমপি প্রার্থী সৈয়দ আবদুল কাদের জামাল,এবি পার্টির এমপি প্রার্থী সফিউল বাশার,এনসিপির এমপি প্রার্থী ফারুক খন্দকার,বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী আব্দুল হাই মক্কী,বাংলাদেশ খেলাফত আন্দোলনের এমপি প্রার্থী সুলতান মহিউদ্দিনের বিশেষ প্রতিনিধি মেঘনা উপজেলা সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ফয়েজী।এছাড়াও জোটভুক্ত সকল রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তাদের বক্তব্যের মূল দিকগুলো হলো “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে জালিম শক্তির বিরুদ্ধে আমাদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ব্যানারে আমাদের দল-মত, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”নেতৃবৃন্দ আরও বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়তে হলে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান নেই। তারা একটি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিতে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।সভায় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে কুমিল্লা-১ আসনে জোটের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।