টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া র‍্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

গত বুধবার (২৩ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে। এ তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান দখল করে এবং এশিয়া অঞ্চলে ৩৫১-৪০০ অবস্থানের মধ্যে স্থান নিশ্চিত করে। জাতীয় পর্যায়ে গাকৃবির অবস্থান হয়েছে তৃতীয়। গাকৃবির পরেই তালিকায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে টাইমস হায়ার এডুকেশনের 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৫থ এও দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ওই র‍্যাঙ্কিংয়ে 'লাইফ সায়েন্স' ক্যাটাগরিতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান লাভ করে। বিগত কয়েক বছর ধরেই গাকৃবি বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গৌরবময় অবস্থান ধরে রেখেছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, "টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি শীর্ষস্থান অর্জন করায় আমাদের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের বিষয়। এই অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

ভিসি আরও বলেন, "এই সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষিক্ষেত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের কৃষি উন্নয়নে বিজ্ঞানভিত্তিক অবদান রেখে একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।"