গাইবান্ধা সংবাদদাতা: শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার এবং মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় শহীদদের রূহের মাগফিরাত কামনায় শনিবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সংগঠনের জেলা উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত খাঁন, উপদেষ্টা মাওলানা মামুনুর রশিদ, সহ-সভাপতি হাফেজ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইদ্রিস বিন আনওয়ার, সংগঠনের সাদুল্যাপুর উপজেলা সভাপতি মাওলানা তাসলিম উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জেলা সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আকতারুজ্জামান তারেক।

শেষে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মানসুর রহমান।