ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার সরদার পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে দুই ভাইয়ের বসতঘর। খবর পেয়ে রবিবার সকালে নিরীহ দুই পরিবারের কাছে ছুটে যান পিরোজপুর -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। এসময় তিনি ওই ক্ষতিগ্রস্থ পরিবার দুটির খোঁজ খবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য শুক্রবার রাতে ভান্ডারিয়া সরদার পাড়ায় অগ্নিকান্ডে ৪ নং ওয়ার্ডের সরদার পাড়ার বাসিন্দা রিক্সা চালক মোঃ রুবেল সরদার ও ভ্যান চালক মৌজুল হক সরদারের বসতঘর
পাশাপাশি থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বস্মীভূত হয়।