গাজীপুরে অভিযান চালিয়ে ৪৫০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
সোমবার (৬ অক্টোবর)ভোরে মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকায় হাজী আনসার আলী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, জব্দ করা মাছগুলোর বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ও মাঠপর্যায়ের মৎস্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
গাজীপুরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আবু সামাদ জানান, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ দেশীয় মাছের উৎপাদন ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়।