খুলনায় এ যাবৎকালের সর্বোচ্চ মাদকের চালান ৬০ কেজি গাজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কেএমপির আড়ংঘাটা থানাধীন মোস্তার মোড় জনৈক মো: হাসানুজ্জামান এর বাড়ির ভাড়াটিয়া সাগরের ঘর থেকে এই গাজার বড় চালান উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাগর পালিয়ে যায়। কেএমপির ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিন গত রাত ১টার দিকে ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় খুলনা বাইপাস সড়কস্থ জনৈক মোঃ হাসানুজ্জামান বাড়ির ভাড়াটিয়া সাগর এর ঘর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানে টের পেয়ে এসময় সাগর সুকৌশলে পালিয়ে যায়। ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, খুলনা এ যাবৎকালের মাদকের বড় চালান এই গাজা আটক করা হয়। সাগর খুলনা মহানগরী খালিশপুর মেগার মোড়, বাগান বাড়ি জনৈক শাহিনুর এর বাড়ির ভাড়াটিয়া মো: জাহাঙ্গীরের ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।